সশরীরে আসতে চাই না তোমার কাছে,
অধরা হয়েই থাকতে চাই আমি৷
মনের হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছি নিজেই বারেবারে৷
অন্তহীন প্রশ্ন করেছি নিজেকে,
আমি কে?কি আমার পরিচয়?কি আমার ভবিষ্যত্?
এইটাই যে আমি কারোর মেয়ে,ভবিষ্যে কারোর সহধর্মিণী?
শুধু এই পরিচয় আমার?
এত্ত সম্পর্কের মাঝে নিজেকে খুঁজবো কিভাবে বলতে পারো?
আমার অস্তিত্ব মধুরজনী তে তোমার বুকে ডুবে খুঁজবো?
না,কি মমতাময়ী মা হয়ে নিজেকে বিসর্জন দেবো,
তোমার ইচ্ছের ফসলকে নবরূপে রূপায়িত করার জন্যে?
নাকি,কারণে অকারণে তোমার অবহেলা সহ্য করবো?
নাকি,তোমার ব্যস্ততার দুপুরে অপেক্ষা করতে
করতে পেড়বে আমার অফুরন্ত সময়?
হয়তো বলবে এখন আমায় তুমি ভীষণ,
ভীষণ ভালোবাসো৷
একদিন এই ভালোবাসা আমার প্রতি অবহেলায় পরিণত হবে না,
তার কোনো দলিল গচ্ছিত রাখতে পারবে কী?
পারবে না! কারণ,তোমার মন তোমার দাসত্বে নেই,
সে তার ভালোলাগা মন্দলাগাগুলো অকপটে জানান দেয় তোমায়!
না…আমি চাই না নির্ভরশীল হতে,
আমি মুক্ত বাতাস চাই,আমি মুক্ত প্রেম চাই!
সশরীরে ধরা দিলে বাঁধা পড়বো তোমার কাছে৷
আমি অধরা হয়েই থাকতে চাই কবি৷
ধরতে এসো না আমায় স্পর্শিত করো না আমায়!
তোমার লেখনী আমায় স্পর্শ করে সময়-অসময়ে!
তাতেই বুঝে নাও আমার জীবনে অস্তিত্ব কতটা তোমার৷
যে প্রেম চাওয়া-পাওয়ার উর্ধ্বে
সে তো বর্ষা তোমার লেখনীতে নিজেকে খুঁজে পেলে পাবো আমি,
ভরসা!!!