একটি ওয়েবসাইট হতে পারে আপনার সারা জীবনের স্থায়ী উপার্জনের মাধ্যম

শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান। যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান। বাংলাদেশে একটু দেরিতে হলেও এর ব্যবহার ব্যাপক ভাবে বিস্তৃতি লাভ করছে। একথা অনস্বীকার্য যে প্রযুক্তি ছাড়া গোটা পৃথিবীই আজ অচল। গবেষণা থেকে শুরু করে, ব্যবসা, শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ ঘরে-বাইরে, মহাকাশে, মহাসমুদ্রে সকল ক্ষেত্রেই আজ প্রযুক্তির ছোঁয়া। আর গতিশীল জীবন মানেই সেখানে থাকছে প্রযুক্তির ছোঁয়া। তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় আমরা বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে গেছি। আমরা অনেকেই বিশ্বগ্রাম কথাটির সঙ্গে পরিচিত। একটি গ্রামে যেমন সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, তেমনি তথ্য-প্রযুক্তি বিশ্বের সব মানুষকে সংযুক্ত করে রেখেছে। তারা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সার্বিক জীবনব্যবস্থায় নানামুখী প্রভাব ফেলছে। এর ইতিচাক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই রয়েছে।

ডিজিটাল দুনিয়ায় আপনার বিজনেসকে এগিয়ে নিতে ওয়েবসাইটের কোন বিকল্প নেই। একটি ওয়েবসাইট আপনার বিজনেস কে ব্রান্ডমডেল হিসাবে প্রতিষ্ঠিত করে এবং এটি একটি অন্যতম আস্থার জায়গা তৈরি করে আপনার কাস্টমারদের মধ্যে।

মানবকল্যাণে প্রযুক্তি নির্ভর সমাজ গড়ার লক্ষ্যে বাংলায় তথ্য প্রযুক্তি সম্পর্কে শেখার ও জানার জন্য " এম এস হাবিবুর রহমান " প্রযুক্তি বিষয়ক বইসহ বহু বই ও আর্টিক্যাল লিখেছেন ও আরো লেখা অব্যাহত রেখেছেন।  যা বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ওয়েবসাইট, নিউজ পোর্টাল ও ব্লগে প্রকাশিত হয়েছে।

এছাড়া প্রিন্ট ও পিডিএফ আকারে বইসমূহ প্রকাশিত হয়েছে।  বিভিন্ন প্রকাশনা ও ওয়েবসাইটে প্রকাশিত বইসমূহ বিনামূল্যে ডাউনলোড করতে অথবা বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ব্লগে প্রকাশিত আর্টিক্যাল একই ওয়েবসাইটে পড়তে ভিজিট করুনঃ www.mindger.com

লেখকের সাথে যোগাযোগ করতে ই-মেইল করুনঃ nirapodms@lukiye.com

M S Habibur Rahman 

Previous Post Next Post