![]() |
দ্রুত
যাতায়াতের মাধ্যম হল প্লেন। বেশিরভাগ প্লেনের সিটগুলো হয় নীল রংয়ের এটাকি
কখনও খেয়াল করেছেন? তবে এখন প্লেনের সিটগুলোতে বিভিন্ন ধরনের রং ব্যবহার
হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে প্লেনের সিটগুলোতে নীল রং-ই বেশি ব্যবহারিত হয়
যে কারণে-
প্লেনের আকার কেমন হবে ও কোন
ধাতু দিয়ে গড়তে হবে সে বিষয়ে বিজ্ঞানকে ব্যবহার করা হয়। প্লেনের সিটের রং
কেমন হলে ভাল হয় সেই বিষয়টিও বিজ্ঞান ধারনা দিয়ে থাকে। প্লেনে উঠলে অনেকেই
মানসিক চাপ অনুভব করেন। আবার অনেকেই প্লেন দুর্ঘটনার ভয় পেয়ে থাকেন।
প্লেনের যাত্রীদের মানসিক চাপ থেকে মুক্ত রাখতে সিটের রং নীল করা হয়।
কারণ
নীল রং শান্তি, শান্ত, স্থিতিশীলতা, সম্প্রীতি, একতা, বিশ্বাস, সত্য,
আস্থা, রক্ষণশীলতা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, আদেশ, আনুগত্য, আকাশ, জল,
প্রযুক্তি, বিষণ্ণতা, ক্ষুধা দমনকারী প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। নীল
রং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে। সে কারনে বেশিরভাগ প্লেনের সিটের
রং নীল।
Tags
জীবনযাপন
