শীর্ষে আইসিডিডিআরবি, দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্পেন ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ল্যাব ও স্কপাস-এর তথ্যমতে এবারও বিজ্ঞান গবেষণায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ। যেটি দেশে আইসিডিডিআরবি নামেই পরিচিত। বিশ্ব র‌্যাংকিংয়ে এ প্রতিষ্ঠানের অবস্থান ৩৩১তম। অপরদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রয়েছে দ্বিতীয় স্থানে। সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিংস নামে নিয়মিত প্রকাশিত এ তালিকার ২০১৯ সালের সংস্করণে স্থান পেয়েছে দেশের আরও ১৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

সূত্র: বিডি প্রতিদিন
Previous Post Next Post