কাপাসিয়ার সরকারি নির্দেশ অমান্য করে বাজার বসানোর অপরাধে জরিমানা


শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর:- গাজীপুরের কাপাসিয়ায় সরকারি নির্দেশ অমান্য করে অন্য স্থানে বাজার বসানোর অপরাধে রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফজলুল হক কে ১০ হাজার টাকা এবং বাজারের ইজারাদার সাবেক ইউপি মেম্বার আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, সরকারি নির্দেশ অমান্য করে অন্য স্থানে বাজার বসানোর অপরাধে রানীগঞ্জ বাজারের সভাপতি ও ইজারাদারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Previous Post Next Post