কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা


শামসুল হুদা লিটন, কাপাসিয়া,গাজীপুরঃ কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের ধামুয়ারচালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা কুপিয়ে শাহজাহান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যা রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।
নিহত শাহজাহান মিয়া কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ধামুয়ারচালা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে।
বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আতাউজ্জামান বাবলু বলেন, নিহত শাহজাহান মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের চলছিল তার চাচাতো ভাই রমজানসহ আরো কয়েকজনের। শুক্রবার দুপুরে তারা কুপিয়ে শাহজাহান মিয়াকে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সন্ধ্যায় তার মৃত্যু হয়। জমি নিয়ে তাদের দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও রয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলছে, শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মিয়াকে কুপিয়ে আহত করে তার প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যায়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Previous Post Next Post