শামসুল
হুদা লিটন, কাপাসিয়া, (গাজীপুর ) থেকেঃ জেলার কাপাসিয়া উপজেলার টোক
ইউনিয়নের চেওরাইদ গ্রামে বাল্যবিয়ে করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন
২০১৭ এর ৭ ধারা অনুযায়ী কাজীকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং পাত্রকে সাত
দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা ইসমত আরা।
কাপাসিয়া
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত জানান, শুক্রবার দিবাগত রাতে টোক
ইউনিয়নের চেওরাইদ গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে-এমন খবর
পেয়ে সাথে সাথেই ঘটনা স্থলে উপস্থিত হই। পাত্রীর বাড়িতে পাত্র ও কাজী কে
উপস্থিত পাই। বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের কে শাস্তি প্রদান করা হয়েছে।
Tags
সারাদেশ
