কাপাসিয়ায় হতদরিদ্রদের চাল কম দেয়ার অপরাধে জুয়েল ডিলারের ১ লাখ টাকা জরিমানা ও ডিলারশিপ বাতিল


সংগৃহীত ছবি

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর থেকেঃ কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারে সরকারের বরাদ্দ দেওয়া ওএমএসের ১০ টাকা দরের চাল হতদরিদ্র মানুষের মাঝে বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে জুয়েল হোসেন নামের এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা আদায় ও তার ডিলারশিপ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত। 
আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা। 
এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাত আরা জানান, উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারের মা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ওএমএস এর ডিলার মোহাম্মদ জুয়েল হোসেন হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিক্রি করার কথা থাকলেও সে ডিলার ওজনে কারচুপি করে মাত্র ২৫ কেজি করে দিয়ে ৩০ কেজির দাম আদায় করছিলো। হতদরিদ্র মানুষকে জন প্রতি ৫ কেজি করে ওজনে কম দিয়ে আবার সেই ৫ কেজির টাকা ওদের কাছ থেকে নেয়ার ঘটনা হাতেনাতে প্রমাণিত হওয়ায় 
ডিলার জুয়েলকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।
Previous Post Next Post