করোনাভাইরাস পাল্টে দিয়েছে মানুষের জীবন। ওলোটপালোট হয়ে গেছে সমাজের সবকিছু। বিয়ের পছন্দের তালিকায়, সমাজে এবং পরিবারে প্রবাসীরা ছিলেন সবচেয়ে আদরনীয়; তারা এখন হয়ে গেছেন ভিলেন! বিয়ের বাজারে ইউরোপের দেশগুলো, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানে থাকা পাত্রদের কদর ছিল সবচেয়ে বেশি।
ডাক্তার, ইঞ্জিনিয়ারের চেয়ে ইউরোপের দেশে এবং আমেরিকায় থাকা ছেলেরা ছিলেন পছন্দের পাত্রের তালিকার শীর্ষে। এখন সেখানে নেমে গেছে ধ্বস। শুধু তাই নয়, করোনার কারণে ইউরোপ বিশেষ করে ইতালি ফেরতদের বাঁকা চোখে দেখা হয়। বিদেশ ফেরতের পর অনেকেই নিজ বাসায় অবহেলিতই শুধু নন; আত্মীয়-স্বজনের বাড়িতে গেলেও কটু কথা শুনতে হয়।
Tags
প্রবাস জীবন
