কষ্টে আছো-
স্বীকার করি অতি অবশ্যই।
কিন্তু কি কষ্ট! কেমন সে কষ্ট!
রকমফের আছে বৈকি-
টক, মিষ্টি, ঝাল, নুন্তা, তিতা
আরও কতো কি!
কিন্তু কি কষ্ট! কেমন সে কষ্ট!
রকমফের আছে বৈকি-
টক, মিষ্টি, ঝাল, নুন্তা, তিতা
আরও কতো কি!
বুকের তলায় হাত রাখো।
কেমন লাগছে?
কিলবিল কষ্টেরা হৃদস্পন্দের
মাত্রা বাড়িয়েছে তাইতো!
কষ্টেরা এমনই।
বিনিদ্র বেঈমান।
ঘুমের বড়ি ওদের শান্ত করে না।
তন্দ্রামাদকতায় লালন করে চলে অবিরত।
কেমন লাগছে?
কিলবিল কষ্টেরা হৃদস্পন্দের
মাত্রা বাড়িয়েছে তাইতো!
কষ্টেরা এমনই।
বিনিদ্র বেঈমান।
ঘুমের বড়ি ওদের শান্ত করে না।
তন্দ্রামাদকতায় লালন করে চলে অবিরত।
তুমি বরং সাদাকালো চোখ দুটো খোলো।
কি দেখছো?
দুঃসহ চারপাশ?
কি দেখছো?
দুঃসহ চারপাশ?
তবে ওই মানবকন্যাকে দ্যাখো-
জঠরজ্বালায় কি কঙ্কালসার!
সব হারানোর বেদনায় কি বিভৎস নীল!
অভুক্ত শিশু কি লজ্জাবনত!
জঠরজ্বালায় কি কঙ্কালসার!
সব হারানোর বেদনায় কি বিভৎস নীল!
অভুক্ত শিশু কি লজ্জাবনত!
অথচ তুমি-
রঙিন কষ্টবিলাসে তন্দ্রাচ্ছন্ন!
আনন্দভুবন বুঝি কষ্টই ভালোবাসে।
রঙিন কষ্টবিলাসে তন্দ্রাচ্ছন্ন!
আনন্দভুবন বুঝি কষ্টই ভালোবাসে।
লেখক :জাহাঙ্গীর কবির, সিনিয়র জেল সুপার, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার ও ডিআইজি প্রিজন্স(ভারপ্রাপ্ত), ময়মনসিংহ বিভাগ।
Tags
কবিতা
