‘দীর্ঘ মানব’ জিন্নাত আলীর মৃত্যু


সংগৃহীত ছবি।
অনলাইন ডেস্ক:  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে দেশের ‘দীর্ঘ মানব’ কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা জিন্নাত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৪ বছর।
জিন্নাত কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে। ১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। এ উচ্চতা নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে জনশ্রুতি রয়েছে।
জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী জানান, দীর্ঘদিন ধরে জিন্নাত আলী ব্রেন টিউমার রোগে ভুগছিলেন। সর্বশেষ তার অবস্থার অবনতি হলে গত রবিবার জিন্নাত আলীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেন। সেখানে তিনি মারা যান।


দীর্ঘ মানব জিন্নাত আলী গত ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপরই তাকে নিয়ে হইচই পড়ে যায়।
২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল।
Previous Post Next Post