কাপাসিয়ায় নৌকায় জুয়া খেলতে গিয়ে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার


 
শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর থেকে:- কাপাসিয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী টোক ইউনিয়নের শহর টোক গ্রামের রুবেল (৩২) নামে এক যুবক নিখোঁজের দুই দিন পর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী বানার নদী থেকে তার লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মোঃ আব্দুল মজিদের পুত্র।রুবেল টোকবাজারে ব্যবসা করতো।
লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে রুবেল ও তার সঙ্গীরা বানার নদীতে নৌকায় বসে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা এলাকার জুয়াড়িদের সাথে জুয়া খেলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও মারামারি শুরু হলে সঙ্গীরা সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও প্রতিপক্ষের লোকজন টাকাসহ রুবেলকে আটকে ফেলে। তার পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ঘটনার পর থেকে রুবেলের সঙ্গীরা পলাতক থাকায় রুবেলের পিতা নানা জায়গায় খুঁজেও তার সন্ধান পাচ্ছিলেন না। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে টোক নয়নবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় রুবেলের পিতা লাশটি সনাক্ত করেন। লাশটি ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বুঝা যাচ্ছিল না।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, তাস খেলার ঘটনাটি নদীর যে স্থানে ঘটেছিল তা পাগলা থানার অধীনে। কিন্তু লাশটি ভেসে উঠেছে কাপাসিয়া থানা এলাকায়। তাই তার পরিবারের লোকজন যদি পাগলা থানায় মামলা না করে তবে আমরা অপমৃত্যুর মামলা দায়ের করব।
Previous Post Next Post