কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ



কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল, গাজীপুর জেলা শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী’র ব্যক্তিগত উদ্যোগে ১৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক হতদরিদ্র দুঃস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহিলাদলের পক্ষে উপজেলা ব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা যায়।
কাপাসিয়া উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ‘দিন আনে দিন খায়’ ও নিম্নআয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, আধা কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি তেল, লবন, সাবানসহ ত্রান সামগ্রী বিতরণ কর হয়। মহিলাদলের একটি স্বেচ্ছাসেবী টিম দিনব্যাপী বিভিন্ন স্থানে ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেন। দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা ও বিভিন্ন উপজেলা ব্যাপী মহিলাদলের এ খাদ্যসহায়তা সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলীয় নেতৃবৃন্দ জানান।
Previous Post Next Post