কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্টাফ করোনায় আক্রান্ত

সংগৃহীত ছবি

শামসুল হুদা লিটন,কাপাসিয়া, গাজীপুর থেকেঃ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
গত বুধবার কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সনাক্ত হওয়া ১৮ ব্যক্তির মধ্যে হাসপাতালের নিজস্ব স্টাফই হলো ১৩ জন। ১৩ জনের মধ্যে মধ্যে-৩ জন নার্স, ১ জন ষ্টোরকিপার , ১ জন হিসাব রক্ষক ও জরুরী বিভাগের কর্মচারী সহ ৭ জন এবং স্বাস্থ্য সহকারী ৬ জন রয়েছেন। স্বাস্থ্য সহকারী এই ৬ জন স্টাফ মাঠ পর্যায়ে টিকা দানের কাজ করেন। এসব স্বাস্থ্য সহকারীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইউনিয়নে করোনার নমুনা সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন। 
 
তাছাড়া হাসপাতাল সংলগ্ন তরগাঁও গ্রামের ৩ ব্যক্তির দেহেও করোনা ভাইরাস প্রজেটিভ সনাক্ত হয়। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানাযায়। সিংহশ্রী ইউনিয়নের ওই ২ জন পাশ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয় । এ পর্যন্ত কাপাসিয়া উপজেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত হয়। 
 
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম জানান, হাসপাতালের করোনায় আক্রান্ত স্টাফদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। স্টাফদের শারীরিক অবস্থা বিবেচনা করে যথাসময়ে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Previous Post Next Post