সমাহার ডেস্ক: করোনা মহামারির সময়ে মেসভাড়া ও বাড়িভাড়া বাবদ সরকারি বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানিয়েছেন ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা বলেন, ‘অনলাইনে পাঠদান ও পরীক্ষা গ্রহণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণের আগে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান অপরিহার্য, যেমন: সারা দেশে দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা, অনলাইনে ক্লাস-পরীক্ষায় যুক্ত হওয়ার জন্য সব শিক্ষার্থীর কাছে উপযুক্ত ডিভাইস নেই। ইন্টারনেটের ব্যয় বহন করার সামর্থ নেই। অনলাইনে ক্লাস গ্রহণে শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। সুতরাং এসব সমস্যার সমাধান না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অনলাইন কার্যক্রম বন্ধ রাখাই যৌক্তিক।’
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের কাছে সেমিস্টার ফি না নেওয়াসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে।
Tags
সারাদেশ
