এমন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হবে যা খেলে ক্ষুধা লাগবে না !

 এমন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হবে যা খেলে ক্ষুধা লাগবে না ! তাহলে বেঁচে যাবে কোটি কোটি প্রাণ...

এমন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হবে, যাতে মানুষ একদিন খেলে আগামী এক সপ্তাহ/একমাস/ তিন মাস/ আর ক্ষুধা না লাগে ।কারণ বিশ্বে কোটিকোটি মানুষ না খেয়ে থাকে ।ক্ষুধার কারনে না খেয়ে হাজার হাজার মারা যায়। দেশে দেশে দুর্ভিক্ষ হলে খাদ্যের ঘাটতি দেখা দেয়। যদি একবার এমন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা যায় তাহলে ধনী গরিব ভেদাভেদ অনেক কমে যাবে।

জানি এমন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা খুব কঠিন তবে অসম্ভব নয় বলে বিশ্বাস করি ,একদিন এটাও  আবিষ্কার হবে ।
Previous Post Next Post