নরসিংদীতে ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নরসিংদী জেলার মনোহরদী ও বেলাব উপজেলায় ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল। গত কয়েকদিন ধরে তিনি এসব ত্রাণ বিতরণ করছেন।

এই সময় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ ও তদারকি করেন মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আবদুল খালেক মিয়া, মনোহরদী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কাজল, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, বাছেদ মোল্লা ভুট্টো, কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, সাম্মির রহমান টিপু ও সাফিউদ্দিন আকন্দ করুন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান জুয়েল।
সূত্র: যুগান্তর অনলাইন
Previous Post Next Post