![]() |
| সংগৃহীত ছবি |
এরই মধ্যে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদুপর, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলের জন্য আলাদা আলাদা নাম্বার দিয়ে কৃষক লীগের হটলাইন চালু করা হয়েছে। এই নাম্বারে কৃষক ফোন দিলেই সংগঠনটির পক্ষ থেকে এসে ধান কেটে দিয়ে যাবে।
কৃষক লীগের কেন্দ্রীয় হটলাইন নাম্বার হল ০১৭১১৩৯৫১৩২ ও ০১৭৮১৭৭১১৬৬। এছাড়া সারা দেশে কৃষকের জন্য কৃষক লীগের হটলাইন নাম্বারগুলো হল সিলেট অঞ্চল- ০১৭১১৩৩১০৭২, কুমিল্লা অঞ্চল- ০১৭৩২১৭০৫৫৫, চট্টগ্রাম অঞ্চল- ০১৭১১১৪০২১৬, রংপুর অঞ্চল- ০১৭১১২৬১৮৩৩, বরিশাল অঞ্চল- ০১৭১১৪৪২২১৩, ফরিদপুর অঞ্চল- ০১৭১২০৯২৭৫৬, রাজশাহী অঞ্চল- ০১৭১৪২২০৫৬৩, ঢাকা অঞ্চল- ০১৭১১৩২৯০৪৪, খুলনা অঞ্চল- ০১৭১৬৭১৬২০১ এবং ময়মনসিং অঞ্চল- ০১৭১৬৬৭০৭৭০।
এ বিষয়ে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বোরো মৌসুমে কৃষকের ধান-কাটায় সহযোগিতা করতে আমরা একটি হটলাইন চালু করেছি। এই সেবাটি মঙ্গলবার থেকে সারা দেশে কৃষকের জন্য চালু করা হয়েছে। কৃষকের ধান কাটতে মোট দশটি অঞ্চলের এক হাজার নেতাকর্মীর মাধ্যমে দশটি টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের টিম লিডারের ফোন নাম্বার হটলাইনে দেয়া আছে। বোরো মৌসুমের ধান কাটার জন্য যে কোনো কৃষক ওই হটলাইনে ফোন দিলে কৃষক লীগের নেতাকর্মীরা বোরো মৌসুমের ধান কেটে দেবে।
এছাড়া ইতিমধ্যে কৃষক লীগের নেতাকর্মীরা গত ১৫ দিন ধরে হাওর অঞ্চলে কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।
সূত্র: যুগান্তর
Tags
সারাদেশ
